সাধু ও চলিত ভাষান্তর অথবা রুপান্তরের উদাহরণ
সাধু গদ্য থেকে চলিত গদ্যে ভাষান্তর বা রুপান্তর (১) সাধু গদ্য: একদা আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করিতে গিয়াছিল। সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া, সায়ংকালে অতিশয় ক্লান্ত হইয়া পড়িল; এবং ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত…