সিলভার ব্লেজ (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

এক সকালবেলা। আমরা চা খাচ্ছিলাম। হোমস বলল, “ওয়াটসন, আমাকে একটু বাইরে যেতে হবে।” “বাইরে? কোথায়?” আমি জিজ্ঞেস করলাম। “কিংস পাইল্যান্ড, ডার্টমুরে।” হোমসের কথায় আমি মোটেই অবাক হলাম না। সত্যি কথা বলতে কী, এই ব্যাপারে হোমসের এত দিন…
