শার্লকহোমসের প্রথম মামলা – আর্থার কোনান ডয়েল

শীতকালের রাত্তির। ঘরের চুল্লিতে গনগন করে আগুন জ্বলছে। আমরা দু’জন চুল্লির দু’ধারে দুটো চেয়ারে আরাম করে বসেছিলাম। হোমস বলল, “আমার কাছে কিছু কাগজপত্র আছে। আমার মনে হয় সেগুলো তোমার দেখা দরকার। গ্লোরিয়া স্কটের নাম শুনেছ তো? এই কাগজে গ্লোরিয়া…
