রুআহা (ঋজুদা) – বুদ্ধদেব গুহ

এক বাড়ি ফিরতেই মা বললেন, তোকে ঋজু ফোন করেছিল। কিছু বলেছে? তোকে ফোন করতে বলেছে। সঙ্গে সঙ্গে বই-খাতা ফোনের টেবিলেরই একপাশে নামিয়ে রেখে ফোন করলাম। একবার বাজতেই ফোনটা ধরল ঋজুদা। বলল, কে রে? রুদ্র? হ্যাঁ। ফোন করেছিলে কেন? অ্যালবিনো। মানে?…
