কাঙ্গপোকপি (ঋজুদা) – বুদ্ধদেব গুহ

ঋজুদা নেই? গদাধরদা দরজা খুলতেই আমি জিজ্ঞেস করলাম। তা তিনি নেই তো কী, আমি তো আচি। ভিতরে এইস্যে বইস্যো দিকি। তা এতদিন কোতায় পাইলে গেচিলে তুমি, রুদ্দ বাবু? পাইলে কেন যাব? ময়না মাসি তো এখন মাইসোরে থাকে। তিতিমিতির জঙ্গলে ঘুরে…
