এখন একলাটি আমার সেই বোটের জানলার কাছে – চিঠি – রবীন্দ্রনাথ ঠাকুর
শিলাইদহ, ৯ই ডিসেম্বর। এখন একলাটি আমার সেই বোটের জানলার কাছে অধিষ্ঠিত হয়ে বহুদিন পরেএকটু মনের শান্তি পেয়েছি। স্রোতের অনুকূলে বোট চল্চে, তার উপর পাল পেয়েচে— দুপুরবেলাকার রোদ্দুরে শীতের দিনটা ঈষৎ তেতে উঠেছে, পদ্মায় নৌকো নেই—শূন্য বালির…