আজকাল আমি বিকেলে সন্ধ্যার দিকে – বাংলা চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর

শেয়ার করুনঃ

আজকাল আমি বিকেলে সন্ধ্যার দিকে - বাংলা চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

শিলাইদহ,

৪ঠা আষাঢ়,

১৮৯২

 

আজকাল আমি বিকেলে সন্ধ্যার দিকে ডাঙায় উঠে অনেকক্ষণ বেড়াতে থাকি— পূর্ব্বদিকে যখন ফিরি একরকম দৃশ্য দেখতে পাই পশ্চিমে যখন ফিরি আরএকরকম দেখতে পাই—আকাশ থেকে আমার মাথার উপরে যেন সান্ত্বনা বৃষ্টি হতে থাকে— আমার দুই মুগ্ধ চোখের ভিতর দিয়ে যেন একটি স্বর্ণময় মঙ্গলের ধারা আমার অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকে । এই বাতাসে আকাশে এবং আলোকে প্রতিক্ষণে আমার মন ছেয়ে যেন নতুন পাতা গজিয়ে উঠচে—আমি নতুন প্রাণ এবং বলে পরিপূর্ণ হয়ে উঠ্ চি। সংসারের সমস্ত কাজ করা এবং লোকের সঙ্গে ব্যবহার করা আমার পক্ষে ভারি সহজ হয়ে পড়েচে । আসলে সবই সোজা— একটিমাত্র সিধে রাস্তা আছে । চোখ চেয়ে সেই রাস্তা ধরে গেলেই হল, নানারকম বুদ্ধিপূর্ব্বক short cut খোঁজবার দরকার দেখিনে—সুখ দুঃখ সকল রাস্তাতেই আছে কোন রাস্তা দিয়েই তাদের এড়িয়ে যাবার যো নেই, কিন্তু শাস্তি কেবল এই বড় রাস্তাতেই আছে ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments