নিগ্ন নির্জন হাত (কর্নেল সিরিজ) – সৈয়দ মুস্তাফা সিরাজ

মহাজাতি সদনে মহাজাতি সদনে বিশ্বখ্যাত জাদুকর পি সি সরকারের তাকলাগানো ইন্দ্রজাল দেখতে গিয়েছিলাম। শো ভাঙল রাত দশটা নাগাদ। গেট পেরিয়ে গাড়ির দিকে হাঁটছি, কেউ সম্ভাষণ করলেন–হ্যাল্লো মিঃ চৌধুরি! জাদুর ঘোরে তখনও মাথা ভেভো করছে। তা ছাড়া রাস্তায় আলো কম। বললাম–আপনাকে…
