দিবারাত্রির কাব্য (উপন্যাস) – মানিক বন্দ্যোপাধ্যায়

প্রথম ভাগ : দিনের কবিতা প্রাতে বন্ধু এসেছে পথিক, পিঙ্গল সাহারা হতে করিয়া চয়ন শুষ্ক জীর্ণ তৃণ একগাছি। ক্ষতবুক তৃষার প্রতীক রাতের কাজল—লোভী কাতর নয়ন, ওষ্ঠপুটে মৃত মৌমাছি। স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায় আমারে পোড়ায় তবু উত্তপ্ত নিশ্বাস…
