Disclaimer

সুধী পাঠকবৃন্দ, বিদ্যাকল্প তার দাবী পরিত্যাগী নীতি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে বদ্ধ পরিকর। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন খ্যাতিমান লেখকদের যে সমস্ত গল্প  রচনা প্রকাশ করা হয় তার সম্পূর্ণ ক্রেডিট প্রতিটি লেখার শীর্ষ নমে উল্লেখিত লেখকদের দ্বারা সংরক্ষিত। যদি কেউ এই সমস্ত লেখার কোনো অংশ অপব্যবহার করে অথবা লেখকের নাম ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে অন্য নামে প্রকাশ করে তার দায়ভার বিদ্যাকল্পের নয়। সম্পূর্ণ রুপে সেই লেখার বা কনটেন্ট এর লেখক নিজের মত করে অপব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমাদের সাইটে প্রকাশিত কোনো লেখার বিকৃত করনের বিরুদ্ধে যদি অপরাধ অথবা অপব্যবহারের মামলা অথবা ‌‌‌ওই প্রকার কোনো অভিযোগ ওঠে তবে বিদ্যাকল্প সেই লেখার দাবী পরিত্যাগ করবে।

উল্লেখ্য, এই সাইটের সকল কন্টেন্ট সামাজিক শিক্ষা ও সংস্কৃতির উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে।

যদি আমাদের দাবী পরিত্যাগী নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন  Contact Us.