ফিঙে আর কুঁকড়ো – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
একটা দানব ছিল, তার নাম ছিল ফিঙে, সে দেড়শো হাত লম্বা শালগাছে ছড়ি হাতে নিয়ে বেড়াত। আর-একটা দানব ছিল, তার নাম কুঁকড়ো। সে ঘুঁষো মেরে লোহার মুগুর থেঁতলা করে দিত। আর যত দানব ছিল, তাদের সকলকেই কুঁকড়ো ঠেঙিয়ে ঠিক করে…