অরুণাচল বসু-কে পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য – চিঠিপত্র
বেলেঘাটা ৩৪ হরমোহন ঘোষ লেন, কলকাতা। শ্রীরুদ্রশরণম্— পরমহাস্যাস্পদ, অরুণ,১ —আমার ওপর তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক, আর আমিও তোমার রাগকে সমর্থন করি । কারণ, আমার প্রতিবাদ করবার কোনো উপায় নেই, বিশেষত তোমার স্বপক্ষে আছে যখন বিশ্বাসভঙ্গের অভিযোগ…