দি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস – অনুবাদ অদ্রীশ বর্ধন

বোহেমিয়ার কুৎসা-কাহিনি [এ স্ক্যানডাল ইন বোহেমিয়া] শার্লক হোমসের চোখে তিনিই নাকি একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর…
