একটি হত্যার অন্তরালে (ভাদুড়ি) – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(১) রবিবারের সকাল। ন’টা না বাজতেই আমি আর সদানন্দবাবু আজ অরুণ সান্যালের কাঁকুড়গাছির ফ্ল্যাটে এসে হাজিরা দিয়েছি। তবে আড্ডা তেমন জমছে না। তার কারণ, ব্যাঙ্গালোর থেকে যে কাজটা নিয়ে ভাদুড়িমশাই এবারে কলকাতায় এসেছিলেন, সেটা শেষ হয়েছে বটে, কিন্তু কাজ শেষ…
