জুতো রহস্য (কিশোর কর্নেল) – সৈয়দ মুস্তাফা সিরাজ

ভদ্রলোক দরজার পর্দার ফাঁকে উঁকি মেরে কাঁচুমাচু মুখে বললেন, জুতা পায়ে ঢুকতে পারি স্যার? নিশ্চয় পারেন। তবে খুলে রেখে এলেও আপনার নতুন জুতো যে চুরি যাবে না, সে-গ্যারান্টি আমি দিতে পারি। অ্যাই! তা হলে যথাস্থানেই এসেছি। বলে ভদ্রলোক…
