আশ্চর্জন্তু (পুনশ্চ প্রোফেসর শঙ্কু) – সত্যজিৎ রায়

আগস্ট ৭ আজ এক আশ্চর্য দিন। সকালে প্রহ্লাদ যখন বাজার থেকে ফিরল, তখন দেখি ওর হাতে একটার জায়গায় দুটো থলি। জিগ্যেস করাতে বলল, ‘দাঁড়ান বাবু, আগে বাজারের থলিটা রেখে আসি। আপনার জন্য একটা জিনিস আছে, দেখে চমক লাগবে।’ …
