পটলবাবু ফিল্মস্টার – সত্যজিৎ রায়

পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, ‘পটল আছ নাকি হে?’ ‘আজ্ঞে হ্যাঁ। দাঁড়ান, আসছি।’ নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্চাজ্যি লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন। বেশ আমুদে লোক। পটলবাবু থলে…


