কালো আলো – রেবন্ত গোস্বামী

ডাক্তার সালোক্য দত্ত শহরের স্বনামধন্য শিশুমনস্তত্ত্ববিদ। বারো বছর পর্যন্ত ছোট ছেলেমেয়েদের মন নিয়েই তাঁর কারবার। তাঁর চেম্বারে একটি পাঁচ-ছয় বছরের ছোট্ট ফুটফুটে ছেলেকে নিয়ে ঢুকলেন এক ভদ্রলোক। ডাক্তার দত্ত যথারীতি তাঁর সহকারীকে বললেন ছেলেটিকে পাশের ঘরে একটা পছন্দমতো গল্পের…
