নেতাজী সুভাষ চন্দ্র বসুর উল্লেখযোগ্য উক্তি

শেয়ার করুনঃ

নেতাজী সুভাষ চন্দ্র বসুর পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী বসু (দত্ত)। নেতাজী সুভাষ ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্গত ওড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উক্তি হল, “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”। নেতাজী সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর তেজস্বী বক্তৃতা, বিপ্লবী আদর্শ এবং দেশপ্রেম আজও আমাদের অনুপ্রাণিত করে।

 

নীচে তাঁর কিছু বিখ্যাত উক্তি উল্লেখ করা হলো:

  • ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে, গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের।

 

  • তােমরা আমাকে রক্ত দাও, আমি তােমাদের স্বাধীনতা দেব।

 

  • স্বাধীনতাই জীবন, স্বাধীনতার সন্ধানে জীবন দানে অবিনশ্বর গৌরব।

 

  • সাধনার উদ্দেশ্য মনুষ্যজীবনের রূপান্তর করাে।

 

  • রাজনীতির ক্ষেত্রে মধ্যে মধ্যে মতান্তর হওয়া অনিবার্য এবং মতান্তরের জন্য ঝগড়া বিবাদ হওয়াতে বােধ হয় তদ্রুপ অনিবার্য। কিন্তু মতান্তর যেন মনান্তরে পরিণত না হয় এবং ব্যক্তি নিন্দা ও গালাগালি যেন আমাদের অস্ত্র না হইয়া দাঁড়ায়।

 

  • সার্থক শিল্পী বা সঙ্গীতজ্ঞের এমন একটা সুকুমার স্পর্শবােধ এবং এমন সুক্ষ্ম অনুভূতি থাকে যা তার শিক্ষা বা চর্চা থেকে পুরােপুরি ব্যাখ্যা করা যায় না! যদি শুরু থেকেই তার মধ্যে সহজাত একটা শৈল্পিক প্রবণতা না থাকে সে কখনােই শিল্প-নৈপুণ্যের শীর্ষে উঠতে পারে না।

 

  • যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টিছাড়া ও লক্ষ্মীহারা।

 

  • বিভিন্ন সভ্যতার ও শিক্ষার সংঘর্ষের দরুন চিন্তাজগতে বিপ্লব উপস্থিত হয়। এই বিপ্লবই জাতির চৈতন্যের লক্ষণ।

 

  • অন্তরের জাগরণ থেকে সজাত এবং ভবিষ্যৎ সমাজ সম্পর্কে এক নতুন বিশ্বাস এবং স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত যুব আন্দোলন ব্যতীত যুবকদের দ্বারা পরিচালিত প্রত্যেকটি আন্দোলনকেই আমি যুব-আন্দোলন বলে মনে করি না।

 

  • আমরা ভারতবাসী—অতএব ভারতের মঙ্গলই আমাদের মঙ্গল।

 

  • সত্য এবং ত্যাগ—এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লােপ পাইতে থাকে, রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে।

 

নেতাজী সুভাষ চন্দ্র বসুর এই উক্তিগুলি আজও দেশের যুবসমাজকে দেশপ্রেম, আত্মত্যাগ এবং নিরলস সংগ্রামের পথে চলতে প্রেরণা যোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *