ভুতুড়ে কামরা (টেনিদা) – নারায়ণ গঙ্গোপাধ্যায়

ওদের বাড়ির নিমগাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বলটুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কী? আমি বললুম, কোনও আইডিয়া নেই। শুনে বলটুদা ভীষণ ব্যাজার হল। এত ব্যাজার হল যে খচ করে কানে একটা খোঁচাই…
