খনার বচন অথবা উক্তি সমূহ (Khonar Bochon)
খনার বচন হলো বাংলা সাহিত্যের একটি প্রাচীন ও জনপ্রিয় রচনা। এটি মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া, তবে এর মধ্যে রয়েছে জীবন, প্রকৃতি, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, ইতিহাস, ধর্ম, দর্শন, রাজনীতি ইত্যাদি বিষয়ের উপরও বচন। অনেকের মতে আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে খনার বচন গুলি রচিত হয়েছিল।
উল্লেখ্য খনার বচনের রচয়িতা কে তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে, খনা নাম্নী এক বিদুষী বাঙালি নারী এই বচনগুলো রচনা করেছিলেন। তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এবং রাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের দশম সদস্য ছিলেন বলে কথিত। অন্য একটি মতে, খনার বচনগুলির রচয়িতা একাধিক ব্যক্তি।
খনার বচনগুলি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলি গ্রাম বাংলার মানুষের জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। খনার বচনের মাধ্যমে আমরা প্রাচীন বাংলার কৃষিকাজ, জলবায়ু, কৃষি পদ্ধতি, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, ইত্যাদি সম্পর্কে জানতে পারি।
খনার উল্লেখযোগ্য বচন অথবা উক্তি ও উদ্ধৃতি গুলি হলো নিম্নরূপ:
- সূর্যের চেয়ে বালি গরম!! নদীর চেয়ে প্যাক ঠান্ডা!!
- কোল পাতলা ডাগর গুছি লক্ষ্মী বলেন ঐখানে আছি।
- তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙ্গ বেল।
- ভাই বড়ো ধন, রক্তের বাঁধন যদি ও পৃথক হয়, নারীর কারন।
- ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা; তার অর্ধেক ধান, বিনা চাষে পান।
- কাচায় না নোয়ালে বাশ, পাকলে করে ঠাস ঠাস!
- গাছ-গাছালি ঘন রোবে না গাছ হবে তাতে ফল হবে না।
- কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড়, তাতেই ভাত।
- যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ।
- উত্তর দুয়ারি ঘরের রাজা, দক্ষিণ দুয়ারি তাহার প্রজা। পূর্ব দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই।।
- সকল গাছ কাটিকুটি কাঁঠাল গাছে দেই মাটি।
- ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়।।
- কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড়, তাতেই ভাত।
- পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল।
- তার বলদের হয় বাত, ঘরে তার থাকে না ভাত।
- আলো হাওয়া বেঁধো না, রোগে ভোগে মরো না।
- নদীর ধারে পুতলে কচু, কচু হয় তিন হাত উঁচু।
- চিনিস বা না চিনিস, খুঁজে দেখে গরু কিনিস।
- জন্ম-মৃত্যু-বিবাহ, তিন না জানেন বরাহ।
- দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
- যদি হয় সুজন এক পিড়িতে নয় জন। যদি হয় কুজন নয় পিড়িতে নয় জন।
- নিত্যি নিত্যি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও।
- চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।
- আম লাগাই জাম লাগাই কাঁঠাল সারি সারি- বারো মাসের বারো ফল নাচে জড়াজড়ি।
খনার বচনগুলি গ্রাম বাংলার মানুষের জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। খনার বচন আজও গ্রাম বাংলায় ব্যাপকভাবে প্রচলিত। এগুলি আজও আমাদের মধ্যে সমানভাবে প্রাসঙ্গিক।