ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অমর উক্তি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার পুনরুজ্জীবনের একজন অন্যতম প্রবক্তা। তাঁর জীবন ও কর্মকান্ড বাঙালি জাতিকে নতুন এক পথ দেখিয়েছিল। তাঁর উক্তিগুলি আজও আমাদেরকে অনুপ্রাণিত করে।
উল্লেখযোগ্য উক্তি:
- অন্যে যখন আমাদের প্রশংসা করে, তৎকালে বিনীত হওয়া কর্তব্য।
- শাস্ত্রের অর্থ না বুঝিয়ে, অথবা বিপরীত অর্থ বুঝিয়া কিংবা অভিপ্রেত সিদ্ধির নিমিত্ত স্বেচ্ছানুরূপ অর্থান্তর কল্পনা করিয়া, শাস্ত্রের দোহাই দিয়া, যাদৃচ্ছাপ্রবৃত্ত বহুবিবাহ কাণ্ড বৈধ বলিয়া প্রচার করিলে, নিরপরাধ শাস্ত্রকারদিগকে নরকে নিক্ষিপ্ত করা হয়।
- নিকৃষ্টে কর্তব্য আপন অপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর ও মর্যাদা করা। কিন্তু কাহারও নিকট নিতান্ত নম্র অথবা চাটুকার হওয়া অনুচিত।
- নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণির মানুষ হিসাবে বিবেচিত এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনাে সম্ভব হবে না।
- গৃহস্থাশ্রম সকল আশ্রমের মূল এবং সকল আশ্রম অপেক্ষা উৎকৃষ্ট। বিশেষতঃ পরমগুরু পিতামাতার শুশ্রুষা করাই পুত্রের প্রধান ধর্ম।
- আমাদের সমাজ নানাধরনের কুসংস্কারে পরিপূর্ণ। কুসংস্কারমুক্ত সমাজ গঠনের জন্য সকল বুদ্ধিজীবীর কায়িক এবং মানসিক পরিশ্রম করা উচিত।
- আমাদের সাহিত্য সৎ বুদ্ধিজ্ঞাপন হয়ে উঠবে। সেই সাহিত্যকে আমরা সঠিক সাহিত্য বলব, যা মানুষের মধ্যে শুভবােধ জাগ্রত করবে।
Subscribe
Login
0 Comments
Oldest