সূর্যর দেশে (কিশোর গল্প) – বুদ্ধদেব গুহ

রানি মাসিমারা সল্টলেকে বাড়ি করেছেন৷ মেসোমশায় রিটায়ার করার পর দিল্লির পাট চুকিয়ে এখন এদিকেই৷ এসে অবধি, যদিও পস্তাচ্ছেন৷ দিল্লির তুলনায় কলকাতাকে এখন সত্যিই গ্রাম বলে মনে হয়৷ কিন্তু এ জীবনের মতো দান দেওয়া হয়ে গেছে৷ এখন আর ফেরার উপায় নেই৷…
