ছত্রপতি (রাণুর কথামালা) – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

বৃষ্টি নামিতে তাড়াতাড়ি একটু পা চালাইয়া একটা দোতলা বাড়ির নীচে আসিয়া দাঁড়াইলাম। এখানে ফুটপাথটা ঢাকা, আশ্রয় মিলিল। মনটা বিষণ্ণ হইয়া আছে। বাড়ি হইতে বাহির হইতেই ভাইপোটা টুকিয়া দিয়াছিল, কাকা, ছাতা নিলে না? সেই থেকে মনটা খিঁচড়াইয়া আছে। ঠিক…
