কাজী মোতাহার হোসেনের কাছে লিখা একটি চিঠি
(ফজিলাতুন্নেসা কে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ) ১৫, জুলিয়াটোলা স্ট্রীট কলিকাতা ০৮-০৩-২৮ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকালে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। আরো আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে উঠায় আসতে পারিনি। ২/৪ দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই…