ঘনাদা ও মৌ-কা-সা-বি-স – প্রেমেন্দ্র মিত্র

ঘনাদার চিঠিপত্র ও মৌ-কা-সা-বি-স ঘনাদাদু, তোমার সাথে আড়ি। তুমি কি সব লেখো, দাদা দিদিরা মজা করে পড়ে। আমায় পড়তে দেয় না। লুকিয়ে পড়ে দেখেছি। ভালো করে বুঝতেই পারিনি। এখন থেকে আমার আর আমার মিনু পুতুলরানীর পড়বার লেখা লিখবে। নইলে…
