ধংসের মুখে নারী – আশাপূর্ণা দেবী

না, নারীমহিমা কীর্তন আমার পেশা নয়। বরং বরাবরই ওঁদের সান্নিধ্য হইতে দূরে থাকিতে ভালবাসি, নারীহৃদয়-তত্বের অনেক তথ্যই আজ অবধি আমার অজানা। শুধু— গত কয়েকদিন অনিবার্য কারণে অজস্র নারীমণ্ডলীর মাঝখানে ঘুরিতে ফিরিতে ক্ষণে ক্ষণে নারীচরিত্রের যে অপূর্ব বিকাশ দেখিয়া…
