টুপুর ও এক শয়তান (২৫ রূপকথা) – শৈলেন ঘোষ

[চরিত্রলিপি : টুপুর, একটি সাত-আট বছরের মেয়ে কাঞ্চন: টুপুরের দাদা, অলি, চম্পা, পারুল, মিতা, রাজা, নাবিক, রাজার সিপাই, রাজার দূত, ভিনদেশির বেশে শয়তান, গ্রামের লোকজন, আকাশের তারাবেশী মেয়েরা, টুপুরের সিপাই-পুতুল।] প্রথম দৃশ্য [দেখা যাচ্ছে, নদীর স্রোতে একটি ময়ূরপঙ্খি…
