গাব্বুগাগ্গার ডেরা (২৫ রূপকথা) – শৈলেন ঘোষ

আমার নাম সায়ন। বাবা আমায় বলেন ‘দিগগজ’। আসলে বলেন ঠাট্টা করে। অবশ্য ঠাট্টা করার কারণও আছে। তিনি বুঝতে পেরেছিলেন, ‘সায়ন’ নামের তাঁর এই ছেলেটি লেখাপড়ায় কোনোদিনই দিগগজ হয়ে উঠতে পারবে না। হলে, হবে একটা আস্ত গাধা। ঠিকই বুঝেছিলেন। কারণ,…
