মানরো দ্বীপের রহস্য (স্বয়ং প্রোফেসর শঙ্কু) – সত্যজিৎ রায়

মানরো দ্বীপ, ১২ই মার্চ এই দ্বীপে পৌঁছানর আগে গত তিন সপ্তাহের ঘটনা সবই আমার ডায়রিতে বিক্ষিপ্তভাবে লেখা আছে। হাতে যখন সময় পেয়েছি তখন সেগুলোকেই একটু গুছিয়ে লিখে রাখছি। আমি যে আবার এক অভিযানের দলে ভিড়ে পড়েছি, সেটা বোধহয় আর…
