সমরেশ মজুমদারের বাণী (উক্তি ও উদ্ধৃতি)
সমরেশ মজুমদার একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক, যিনি অনেক গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, গোয়েন্দা ও কিশোর উপন্যাস লিখেছেন। তাঁর লেখায় মানুষের জীবন, ভালোবাসা, সংগ্রাম, আনন্দ, দু:খ, আশা, নিরাশা, অন্যায়, প্রতিহিংসা, মুক্তি, আরো অনেক বিষয়ের উপর আলোকপাত রয়েছে। তাঁর উক্তি গুলি যেন সাধারণ মানব জীবনের আয়না স্বরুপ। উল্লেখ্য তাঁর উক্তি গুলি বাস্তবিক জীবনে আমাদের অনুপ্রেরণা যোগায়।
সমরেশ মজুমদারের উক্তি সমূহ নিম্নরূপ:
- মেয়েরা গণেশের মত, মা দূর্গার চারপাশে পাক দিয়ে যে জগত দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মত সারা পৃথিবী ঘুরে আসে অথচ কি দেখে তা তারাই জানে না।
- শুনি আপন বুকের দুরুদুরু, সেখানে একমত্ত আগুন্তক, রক্তকনায় তুলেছে তোলপাড়, সেইখানেতেই সুখ, আমার সুখ।
- সময় ,দুশ্চিন্তা এবং রোগ মানুষকে উত্তপ্ত করে বয়সের পারদ বাড়িয়ে দেয়।
- স্মৃতি যতক্ষণ জড় হয়ে থাকে ততক্ষণ তা সহনীয় । কারণ জড় বিলোপ পাবেই । কিন্তু সচল ছবি, গলার স্বর কখনই স্মৃতিকে মরতে দেয় না । এক জীবনে দেখা সব মৃত্যু যদি এভাবে সজীব থাকত, তাহলে মানুষ পাগল হয়ে যেত।
- বিয়ের পর মেয়েদের বুদ্ধি বেড়ে যায়, কথাবার্তায় ধার আসে।
- আবেগ না থাকলে সে মানুষ নয় । কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় । আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সে-ই ঠিকঠাক মানুষ।
- কোন জিনিস অধিকার করা যতটা শক্ত তার চেয়ে বহুগুণ কঠিন সেটাকে ঠিকমত লালন করা।
- স্ত্রীলোকেরা কখনওই অন্য স্ত্রীলোককে সুখী দেখতে পারে না।
- মানুষকে চোখ দিয়েছেন পৃথিবীকে দেখার জন্য । মানুষ তো নিজের চোখ দেখতে পায় না । তুমি বলতে পারো , তা কেন , আয়নায় তো দিব্যি দেখা যায় । কিন্তু আয়নায় মানুষ নিজের মুখ দেখে , ক’জন আর শুধু চোখের দিকে তাকিয়ে দেখে।
- পুরুষদের কাছে হৃদয় নিয়ে কোনও আকাঙ্ক্ষা একমাত্র নির্বোধ মেয়েরাই করে থাকে।
- ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।
- মনের জোর যার নষ্ট হয়ে যায় তাকে ঘাঁটানো কখনই উচিত নয়।
- মেয়েরা যখন ওপরে উঠতে চায় তখন কারো সঙ্গেই আর অল্পে সুখী হতে পারে না।
- ঝরনা নদী হয়, নদী সাগরে মেশে কিন্তু তারপর আবার সে মেঘ হয়। মেঘ উড়ে যায় পাহাড়ে, গিয়ে ঝরনা হয়, তাই না? অতএব কোনও নদীর পাশে দাঁড়িয়ে ভেব না ঝরনা হবে না তার জল।
- দুজনের মানসিক ব্যবধান যত বাড়বে তত ভান করবে—কিছুই হয়নি।
- কার উপর বিশ্বাস রাখব? মানুষের উপর? সে তো সাপের চেয়ে ও ভয়ংকর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য। মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে।
- পেতে হলে কিছু দিতে হয়। ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। সুদিপ বলেছিল, বাঙ্গালী মল মুত্র এবং বীর্য ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না।
- তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে। অভিযানে বেরিয়ে দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল হয়না, অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই উপায় না থাকলে তাকে ফেলে রেখেই এগোতে হবে। এক্ষেত্রে দয়ামায়া ইত্যাদি ব্যাপারগুলো খবই প্রতিবন্ধকতা তৈরী করে। কোনও কোনও মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষে এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর হন। তাদের নিষ্ঠুর বলা হয়। ইতিহাস ওইসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে।
- পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।
- একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয়, মনের আরাম।
- নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
- মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।
- ছাইটা হলো স্মৃতি, আগুনটা হলো বর্তমান।
- তরবারির ফলায় হাত রাখলে কেটে যায়, ওকে কব্জা করতে হলে তার হাতল ধরতে হয়।
- ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালবেসে ফেলে তারা তা নিজেও জানেনা। মেয়েরা সত্যিকার ভালবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।
সমরেশ মজুমদারের উক্তি গুলি আমাদের চিন্তাভাবনাকে উন্নত করার জন্য, আমাদের জীবনের সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবার জন্য এবং আমাদের জীবনকে আরও ভালভাবে বোঝার জন্য উৎসাহিত করে। তাঁর মূল্যবান রচনা গুলির জন্য আমাদের কাছে অমর হয়ে থাকবেন।
Subscribe
Login
0 Comments
Oldest