ঘনার বচন (ছড়া) – প্রেমেন্দ্র মিত্র

১ উলটোহাটা যাবে কি? সেখানে চাল সাবেকি। বিকোয় শুধু ঘোড়ার ডিম, পাঁচ পা সাপের, ব্যাঙের শিং, ভিজে বেড়াল, শেয়ানা কাক, নতুন নরুন, দাও যদি নাক, শিকড় বাকড়, ফুসমন্তর, ধাঁধা চোলাই বক-যন্তর। বিকোয় কিছু, বিকোয় মিছু, লাফ দেয় দর উঁচু-নিচু। …
