গোরোংগোরো (কিশোর গল্প) – বুদ্ধদেব গুহ

নামটা খুবই মজার৷ তাই না? কিন্তু বানানটা বড়ই গড়বড়ে৷ NGORO-NGORO৷ আফ্রিকায় সোয়াহিলি ভাষাটাই ওরকম৷ বেশির ভাগ কথার ইংরাজি বানানের আগেই একটা করে ‘N’৷ গোরোংগোরো পৃথিবীর সবচেয়ে বড়ো আগ্নেয়গিরি ছিল৷ এই আগ্নেয়গিরি থেকে লাভা ছিটকে গড়িয়ে গিয়েছিল দিকে-দিকে কত হাজার…
