প্যাঁকাও (কিশোর গল্প) – বুদ্ধদেব গুহ

আমার মায়ের মাসতুতো দাদাদের মামাতো ভাইয়ের নাম প্যাথা বোস৷ প্যাথা বোস-এর আবার সবেধন নীলমণি এক ছেলে৷ তার নাম ম্যাথা৷ এক ছেলে বলে বড়মামার ভীষণই আদুরে৷ প্যাথামামাদের অবস্থাও খুব ভালো৷ বালিগঞ্জে বিরাট লনওয়ালা বাড়ি৷ দেখবার মতো বাগান৷ কত গাছপালা, পাখি, কত…
