লিখন – বুদ্ধদেব গুহ

—এখনও রওয়ানাই হওয়া গেল না। কখন যে কী হবে তা ভগবানই জানেন! অপা, স্বভাবজাত প্রাণপ্রাচুর্যের সঙ্গে স্বগতোক্তি করল, নয়নের দিকে তাকিয়ে। সুস্মিতার সবে বিয়ে হয়েছে। একেবারে ছেলেমানুষ। স্বামী, নয়নের ওপর কতখানি জোর আছে ওর, এখনও তা পুরোপুরি পরখ…
