মুন্নির বন্ধুদের জন্য – বুদ্ধদেব গুহ

এমনিতেই কয়েকদিন হল এক চাপা টেনশনে ভুগছি। মুন্নির হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরুবে দিন দশেকের মধ্যে। আগেও বেরুতে পারে। সবই তো তাঁদের মর্জির উপরে নির্ভরশীল। তার উপরে যতীনের চিন্তা। কাল রাতে শুতে গেছিলাম বড়োই চিন্তিত মনে। যতীনটা পি জি…
