বাঘের দুধ – বুদ্ধদেব গুহ

ডানদিকে কোথায় চললি রে শালাতেহারের পথ কি এদিকে নাকি? এদিকেই তো। গাড়ি চালাতে চালাতে মুখ না ঘুরিয়েই বলল শান্টু। পাশে-বসা নির্মলবাবু স্বগতোক্তি করলেন, সব কিছু এত অন্যরকম হয়ে গেছে তোদের ডালটনগঞ্জ শহরে এই পঁচিশ বছরে যে, কিছু আর…
