পারিজাত পারিং – বুদ্ধদেব গুহ

আপনাদের এই মণিপুর এবং তার রাজধানী ইম্ফল থেকে সুভ্যেনির হিসাবে নিয়ে যাবার মতো কী কী আছে? মিসেস সেন, তার স্বামীর, সপ্রতিভ, সুদর্শন সাবোর্ডিনেট শবর রায়কে শুধোলেন। গাড়িটা এগিয়ে চলেছিল মণিপুর-বার্মা সীমান্তের দিকে। শবর বসেছিল মিসেস সেনের পাশেই। পেছনের…
