ডিড ইউ ডু ইট? – বুদ্ধদেব গুহ

অশেষেরও বিয়ে হয়েছিল মুঙ্গেরে। যদিও অনেক করে বলেছিল কিন্তু আমার পক্ষে বরযাত্রী যাওয়া সম্ভব হয়নি। বিয়ে করে নতুন বউ নিয়ে হাজারিবাগে ফিরেছিল। আমি মৃন্ময়ের বিয়েতে হাজারিবাগ গিয়েছিলাম বরযাত্রী। মৃন্ময়ের বিয়ে রাঁচীর ডুরান্ডার এক বড়ো ব্যবসায়ীর একমাত্র মেয়ের সঙ্গে হয়।…
