চিত্ত ও চিত্র (রাণুর তৃতীয় ভাগ) – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

(হেমেন্দ্রনাথ মজুমদারের “অভিযান” চিত্রটি দেখিয়া ) চিত্র-শিল্পের মডেল সে। পঙ্কে তাহার জন্ম; কিন্তু বোধ করি, বিধাতা সে কথা ভুলিয়া গিয়াছিলেন, তাহার অম্লান রূপ দেখিলে এই রকমই মনে হয়। মানুষও সে রূপের সমুচিত সম্বর্ধনা করিয়াছে; সুতরাং জীবনে তাহার ক্ষোভের…
