জালিয়াত (রাণুর তৃতীয় ভাগ) – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

১ হায়, পল্লীর দুলালী, সে আজ কলিকাতার বধূ! বোধ হয় ভাবে— হায় রে রাজধানী পাষাণ-কায়া। বিরাট মুঠিতলে চাপিতে দৃঢ়বলে, ব্যাকুল বালিকারে নাহিকো মায়া। প্রাণ তাহার কাঁদে– কোথা সে খোলা মাঠ উদার পথঘাট পাখির গান কই, বনের…
