অশনি-সংকেত (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

এক নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত অল্পবয়সী। ত্রিশের সামান্য কিছু নিচে হয়তো হবে। অপরটি প্রৌঢ়া। প্রৌঢ়া বললে—ও বামুন-দিদি, ওঠো—কুমীর এয়েচে নদীতে— অপরা বধূটির উঠবার ইচ্ছে নেই জল থেকে…
