দেবী চৌধুরাণী (উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ “ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।” “যাই মা ।” মা ডাকিল–মেয়ে কাছে আসিল। বলিল, “কেন মা?” মা বলিল, “যা না–ঘোষেদের বাড়ী থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না ।” প্রফুল্লমুখী বলিল,…
