কাজী নজরুল ইসলামের বাণী (উক্তি ও উদ্ধৃতি)

শেয়ার করুনঃ

কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি, সাহিত্যিক, সুরকার, এবং নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বরেণ্য ব্যক্তিত্ব। তাঁর রচিত কবিতা, গান, এবং অন্যান্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান।

 

কাজী নজরুল ইসলামের উক্তিগুলি তাঁর জীবনদর্শন এবং মানবতাবাদী চেতনার প্রতিফলন। তাঁর উক্তিগুলি আজও প্রাসঙ্গিক এবং আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে।

 

কাজী নজরুল ইসলামের কিছু বিখ্যাত উক্তি নিম্নরূপ:

  • হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু? সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে, দেখিলে না পিছু!
  • চোখের জলে মন ভিজিয়ে যায় চলে ঐ কোন্ উদাসী বুকে কেন নীরব বীণা মুখে কেন নেইকো হাসি।।
  • পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হইয়া বাঁচিয়া আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করিবার কিছুই না থাকে।
  • আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তক্ষুণি তার নাম হয় অবমাননা।
  • তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁদে চকোরিণী, বলে না তো কিছু চাঁদ॥
  • রাত্রিশেষের যাত্রী আমি যাই চলে যাই একা  শুকতারাতে রইল আমার চোখের জলের লেখা।
  • অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর।
  • বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে।
  • হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।
  • আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !!
  • কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না।
  • বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে।
  • তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
  • কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।
  • চিরদিন কাহার‌ও সমান নাহি যায় আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।

 

কাজী নজরুল ইসলামের উক্তিগুলি আমাদের জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলতে পারে। তাঁর উক্তিগুলি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করে, এবং আমাদেরকে একটি ভালো মানুষ হতে সাহায্য করে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments